শাকিবের সন্তানের মা হতে চলছে বুবলী
শাকিবের সন্তানের মা হতে সন্তানের মা হতে চলেছেন বুবলী’! সম্প্রতি এমন খবরেই সরগরম ঢালিউড। ঘটনার নেপথ্যে ‘সুপার হিরো’ ছবির গান ‘তোমাকে আপন করে পাবো’ গানের এক দৃশ্যে দেখা যায় বুবলী সাদা রংয়ের একটি গাউন পরেছেন। যেখানে দেখে মনে হচ্ছে অভিনেত্রী প্রেগন্যান্ট। আর তাতেই জল্পনা ছড়িয়েছে। তবে এখবর কানে পৌঁছতেই বেজায় চটেছেন নায়িকা। জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা নন। পোশাকের কারণে তাঁকে ওরকম দেখতে লাগছে। তাই গোটা পরিস্থিতির জন্য তিনি ছবির পরিচালকের ওপর দোষ চাপিয়েছেন।” বুবলীর বক্তব্য, ” ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক থাকলে এমন দেখাত না।” শাকিব খানের সঙ্গে বুবলীর ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি মুক্তির পর দর্শক তাকে সাদরে গ্রহণ করেন। এরপর ‘অহংকার’ ও ‘রংবাজ’ মুক্তি পায়। যেখানে বরাবরের মতোই তার নায়ক ছিলেন শাকিব খান। এদিকে মুক্তির অপেক্ষায় আছে ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ও ‘সুপার হিরো’ ছবিটি। এই ছবি গুলোতেও নায়ক হিসেবে থাকছেন শাকিব খান তা সবার জানা। প্রসঙ্গত, বুবলী ও শাকিবের ‘সুপার হিরো’র ছবির ইদে মুক্তি নিয়ে তৈরি হয়েছিল সংশয়। কারন এই ছবির বেশ কিছু অংশের শ্যুট হয়েছে অস্ট্রেলিয়ায়। অনুমতি ছাড়া বি...
Comments
Post a Comment