গেন্ডা বাসষ্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা

প্লিজ কেউ অতি উৎসাহী হয়ে আইন শৃঙ্খলা বাহীনির কাজ
কেউ ব্যক্তিগতভাবে দায়ীত্ব নিজে নিজেই তুলে নিবেননা,
তাদের কাজ তাদেরকেই করতে দেন,
কারণ তারা প্রশিক্ষণ প্রাপ্ত এই ভয়াবহ অবস্থায়ও খুব ভালভাবে পরিস্থিতি
সামাল দিতে পারেন,
জানা গেলো সাভারে  
করোনাঃ পুলিশি আতংকে ভয়াবহ দুর্ঘটনা, 


 
আবারো বলি কেউ পুলিশ কিংবা সেনাবাহিনীর দায়িত্ব হাতে নেবেন না। কারো গায়ে হাত তোলার অধিকার সরকার আপনাকে দেয়নি। আরেকটু মানবিক হতে হবে আমাদের।

"মাত্র ঘটে গেল একটি ভয়াবহ দুর্ঘটনা।
সাভার পৌরসভার গেন্ডা বাস স্ট্যান্ডের উপজেলা কমপ্লেক্সের গেটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল একটু আগে, কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রিক্সাযোগে তিনজন লোক যাচ্ছিল আল-মুসলিম গার্মেন্টস-এ ঠিক সে সময়ই গেন্ডা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা কিছু স্বেচ্ছাসেবক রিকশাটিকে তাড়া করলে রিক্সাটি অতর্কিতভাবে ঘুরতে গিয়ে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার সাথে সাথে একটি মহিলা ছিটকে পড়ে যায় রাস্তায় এবং কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন মরিয়ম নামের ওই মহিলার যার বয়স ৩৫ বছর, গ্রামের বাড়ি নওগাঁ, বসবাস করত রেডিওকলনিতে।

Comments

Popular posts from this blog

কন্যা অনায়ারার সাথে পৃথকীকরণের বিষয়ে কপিল শর্মা: বাড়ি থেকে বেরোবেন না, কাউকে আসতে দেবেন না"